শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

লাদাখ নিয়ে কোনো মন্তব্য করার অধিকার নেই চীনের : ভারত

বেশ কিছুদিন ধরে চলছে চীন-ভারতের উত্তেজনা। কখনো কখনো সেই উত্তেজনার পারদ সীমা ছাড়িয়ে যায়। বিশেষ করে সীমান্ত ইস্যু নিয়ে উভয় দেশের মধ্যে মূলত বিরোধ। এবার লাদাখ নিয়ে চীনের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার কোনো অধিকার নেই চীনের।  সোমবার ভারত সীমান্তে ৪৪ টি নতুন সেতু উদ্বোধন করে। সেতু স্থাপনের প্রতিক্রিয়ায় মঙ্গলবার চীন দাবি করে, ভারত অবৈধভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে। তারা এর স্বীকৃতি দেয় না। ওই অঞ্চলে ভারতের অবকাঠামো স্থাপনেরও বিরোধিতা করেছে দেশটি। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, অরুণাচল প্রদেশ নিয়েও আমাদের অবস্থান আগে একাধিকবার জানিয়ে দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।  সোমবার সীমান্ত এলাকায় ভারী যান চলাচলের উপযোগী নতুন ৪৪টি সেতু উদ্বোধন করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সর্বশেষ খবর