শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পাকিস্তানে বিক্ষোভের মুখে ইমরানের সরকার

রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পড়তে যাচ্ছে পাকিস্তানের ক্ষমতাসীন ইমরান খান নেতৃত্বাধীন সরকার। দেশটির পাঞ্জাব প্রদেশে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) এর সমাবেশের আগে এ রক্তক্ষয়ী প্রতিবাদের মুখে পড়তে পারে বর্তমান সরকার। এরই মধ্যে পাকিস্তানে একের পর এক আন্দোলনের মুখোমুখি ইমরান সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে দেশটির মূল বিরোধীদলগুলো জোট গঠন করেছে। এ জোটের নাম দেওয়া হয়েছে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। তারা ইমরান সরকারের পদত্যাগের দাবিতে তিন পর্যায়ের আন্দোলনের রূপরেখা ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে দেশটির রাজপথে নামে নারী বিক্ষোভকারীরা। কিন্তু বিক্ষোভকারী নারীদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে দেশটির পুলিশ, যা দেশব্যাপী ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

সর্বশেষ খবর