রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ব্যক্তিগত উদ্যোগে হজ পালনে চীনের নিষেধাজ্ঞা

চীনের মুসলিমদের জন্য ব্যক্তিগত উদ্যোগে হজ পালনে নিষেধাজ্ঞা জারি করে নতুন নীতিমালা করেছে। এই নীতিমালায় বেশকিছু শর্ত জুড়ে দিয়েছে দেশটির সরকার। ধর্মীয় বিধান নিয়ন্ত্রণের অংশ হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সরকার থেকে বলা হয়েছে। গত ১২ অক্টোবর মুসলিমদের ব্যক্তিগত উদ্যোগে হজ পালনে নিষেধাজ্ঞা জারি করে চীনের ধর্মবিষয়ক বিভাগ এক ঘোষণায় বলে, ‘সৌদি আরবমুখি সব ধরনের ধর্মীয় ভ্রমণ সরকার নিয়ন্ত্রিত সংস্থা ইসলামিক অ্যাসোসিয়েশন অব চায়নার মাধ্যমে সম্পন্ন করতে হবে। ব্যক্তিগতভাবে কারও হজে যাওয়া-আসার সুযোগ নেই।’

আইনটির মাধ্যমে ব্যক্তিগত উদ্যোগে বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংস্থার মাধ্যমে হজ ভ্রমণ করার আর কোনো সুযোগ নেই।

যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম কমিশনের সদস্য উইঘুর আমেরিকান মুসলিম নুরি তুরকি বলেন, ‘২০০৫ সাল থেকে অফিশিয়াল হজ অনুমোদন ও ব্যক্তিগত হজকে বেআইনি ঘোষণার পরিকল্পনা ছিল। কিন্তু নতুন ঘোষণায় অংশগ্রহণকারীর কিছু বৈশিষ্ট্যও বর্ণনা করা হয়, যার মাধ্যমে চীন সরকার হজযাত্রীদের নির্বাচন করবে। দেশপ্রেমিক, আইন মান্যকারী, সুন্দর আচরণ ধারণকারী ও দেশবিরোধী ধর্মীয় চেতনামুক্ত ব্যক্তিদের ভ্রমণের জন্য নির্বাচন করা হবে।’ উল্লেখ্য সরকারি বিধি-নিষেধ, পাসপোর্ট সমস্যা ও কমপক্ষে ৬০ বছর হওয়ার শর্তারোপ করায় হজে উইঘুর মুসলিমদের খুব কমসংখ্যকই অংশ নিতে পারে।

সর্বশেষ খবর