সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
করোনার দ্বিতীয় ঢেউ

শীতের আগেই ইউরোপে ভয়াবহ কাঁপুনি

আশঙ্কা ছিলই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বার বার বলেছে সাবধান হয়ে যান। কিন্তু ধর্তব্যে নেওয়া হয়নি সেই আশঙ্কা। তার ফল ভোগ করতে চলেছে ইউরোপ। শীত আসার আগেই করোনার দ্বিতীয় সংক্রমণ ঢেউ আছড়ে পড়েছে ইউরোপে। বরং কিছু দেশে সংক্রমণ হার আগের বারের থেকেও বেশি।

মাঝে মাস কয়েকের জন্য স্পেন, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স করোনার সংক্রমণ থেকে একটু রেহাই পেয়েছিল। কিন্তু প্রথম বারের চেয়ে এবার করোনা ঢেউয়ের আকার একটু ভয়াবহ। দিন কয়েক আগে রাজধানী মাদ্রিদে জরুরি অবস্থা জারি করেছে স্পেন প্রশাসন। অন্যান্য অঞ্চলেও কড়াকড়ি শুরু হয়েছে। এদিকে জার্মান সরকার হটস্পট চিহ্নিত করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে। ইতালি নতুন করে নির্দেশিকা জারি করেছে, বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরতেই হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রথম কোনো মহামারীতে ইউরোপের ভরকেন্দ্র ইতালি। হাসপাতালে রোগীর ভিড় এতটাই যে সামলাতে গিয়ে বেহাল দশা স্বাস্থ্য পরিষেবার। রোমে এ সপ্তাহে দেখা গিয়েছে, উপসর্গ নিয়ে করোনা-পরীক্ষা করাতে এসে রোগীকে ৭-৮ ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। প্যারিস ও কিয়েভে দুর্বিষহ অবস্থা চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের।

সর্বশেষ খবর