সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

তিন সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ডে নতুন সরকার

ঐতিহাসিক জয়ের পর আগামী তিন সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তবে লেবার পার্টি এককভাবে সরকার গঠন করবে নাকি একাধিক দল নিয়ে জোট সরকার গঠন করবে সে বিষয়ে কিছু বলা হয়নি। খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নির্বাচনে দুর্দান্ত জয়ের পর রবিবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, চূড়ান্ত ফল বের হতে আরও তিন সপ্তাহ সময় লাগবে। আমার প্রত্যাশা এই সময়ের মধ্যে আমরা সরকার গঠন করতে পারব। জাসিন্ডা আরডার্নের লেবার পার্টি মোট ভোটের ৪৯ ভাগ এবং প্রধান বিরোধী দল কনজারভেটিভ ন্যাশনাল পার্টি পেয়েছে ২৭ ভাগ ভোট। নির্বাচনে লেবার পার্টির জোটের অন্যান্য সদস্য গ্রিন পার্টি পেয়েছে ৭ ভাগ এবং নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি পেয়েছে ২ ভাগ ভোট। অর্থাৎ লেবার পার্টি নিউজিল্যান্ডের সংসদীয় ১২০ আসনের মধ্যে ৬৪ আসনে জয় লাভ করেছে। তিন বছর আগে সংসদ নির্বাচনে লেবার পার্টি জোটের অন্যান্য দল গ্রিন পার্টি ও নিউজিল্যান্ড ফার্স্ট পার্টিকে নিয়ে সরকার গঠন করেছিল।

সর্বশেষ খবর