সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মার্কিনিদের আটকে রাখার হুঁশিয়ারি চীনের

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছেই। কে কাকে কীভাবে কুপোকাত করতে পারবে তা নিয়ে দুই দেশই প্রস্তুত। এবার মার্কিনিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আটকে রাখতে পারে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে চীন। যেভাবে এর আগে অস্ট্রেলিয়া ও কানাডার নাগরিকদের আটকে রেখেছিল। চীনা নাগরিকদের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ যে ব্যবস্থা নিয়েছে, তার পাল্টা জবাবে এমন করতে পারে বলে জানিয়ে দিয়েছে চীন। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা বিভিন্ন মাধ্যমে চীনের কর্মকর্তাদের কাছে থেকে দফায় দফায় হুঁশিয়ারি পেয়েছেন। চীনের দাবি, মার্কিন আদালতে চীনা শিক্ষার্থীদের বিচারপ্রক্রিয়া বন্ধ করতে হবে। তা না হলে চীনে অবস্থিত আমেরিকানরা একই পরিস্থিতির মুখে পড়বেন। তাদের বিরুদ্ধেও চীনের আইনভঙ্গের অভিযোগ আসবে।

সর্বশেষ খবর