সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভিয়েতনামে ভূমিধসে ২২ সেনা নিখোঁজ

ভিয়েতনামের কোয়াং ত্রি প্রদেশে সেনা ব্যারাকে ভূমিধস হয়েছে। গতকাল ভোরে ওই ঘটনায় ২২ সেনা নিখোঁজ রয়েছে। দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির বছরের পর বছর ভয়াবহ বন্যার সঙ্গে লড়াই করে আসছে। রয়টার্স।

অক্টোবরের শুরুতে দেশটিতে তীব্র বৃষ্টিপাতে বন্যা এবং ভূমিধসের সৃষ্টি হয়। ফলে দেশটির মধ্যপ্রদেশে ৬৪ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। আবহাওয়াবিদরা আরও কয়েকদিন বৃষ্টিপাতের আশঙ্কা করছেন। সরকারি ওয়েসাইটের বিবৃতিতে বলা হয়েছে, রবিবার সকালে কোয়াং ত্রিতে চতুর্থ মিলিটারি অঞ্চলের একটি ইউনিটের ব্যারাকে ভূমিধস হয়। কয়েক দিন আগে পার্শ্ববর্তী থুয়া থিয়েন হুউ প্রদেশে ভূমিধসে ১৩ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই সেনা সদস্য। রবিবার ভিয়েতনামের উপপ্রতিরক্ষামন্ত্রী ফান ভাং গিয়াং সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আরও একটি নির্ঘুম রাত পার করলাম।’

সর্বশেষ খবর