মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দোদুল্যমান ছয় অঙ্গরাজ্যে এগিয়ে বাইডেন

দোদুল্যমান ছয় অঙ্গরাজ্যে এগিয়ে বাইডেন

মার্কিন নির্বাচনের আর সাকুল্যে সপ্তাহ দুয়েক বাকি। এই মুহূর্তে এসে দুই রাজ্যে জোর প্রচার চালাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন।  স্থানীয় সময় রবিবার জো বাইডেন নর্থ ক্যারোলাইনা ও ডোনাল্ড ট্রাম্প নেভাদায় নির্বাচনী সমাবেশ করেছেন। এই নির্বাচনী সমাবেশে প্রার্থীদের আগ্রাসী বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে হার-জিতের লড়াই যেন শুরু হয়ে গেছে। জো বাইডেন বলছেন, ট্রাম্প ক্রমাগত মিথ্যা কথা বলে যাচ্ছেন। আর ট্রাম্প বলেছেন, বাইডেন একজন দুর্নীতিবাজ রাজনীতিক। সুইং স্টেট হিসেবে পরিচিত নর্থ ক্যারোলাইনায় বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন। এদিকে নির্বাচনে কে জয়ী হতে যাচ্ছেন, তা বুঝতে দোদুল্যমান আট অঙ্গরাজ্যের সবশেষ জনমত জরিপের দিকে নজর রাখছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। জরিপ অনুযায়ী, ৮ অঙ্গরাজ্যের ৬ টিতেই এগিয়ে আছেন জো বাইডেন। গার্ডিয়ান বলছে, এবারের নির্বাচনে ৮টি দোদুল্যমান রাজ্য ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এগুলো হলো : ফ্লোরিডা, ওহাইও, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া, আইওয়া ও মিশিগান-হোয়াইট হাউসে যেতে এবার এ রাজ্যগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। জনমত জরিপে ওহাইও ও আইওয়াতে এগিয়ে রয়েছেন ট্রাম্প। বাকি ছয় অঙ্গরাজ্যে বাইডেন এগিয়ে রয়েছেন। তবে তার মানে এই নয় যে ডেমোক্র্যাট দলীয় এ প্রার্থীর বিজয় নিশ্চিত।

সর্বশেষ খবর