মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে ৭০ বছর পর মৃত্যুদন্ড

যুক্তরাষ্ট্রে মৃত্যুদন্ড দেওয়া হবে এক নারীকে। আর মৃত্যুদন্ড দেওয়া হচ্ছে ৭০ বছর পর। তার অপরাধের কথা শুনে শিউরে উঠেছেন বিচারকরাও।  নৃশংস অপরাধ করেছিলেন কনসাসের নারী লিসা মন্টেগোমারি। তার বন্ধ্যত্বকরণ করানো ছিল। অনলাইনে কুকুর বিক্রির বিজ্ঞাপনে তার সঙ্গে পরিচয় হয় ববি নামের এক মেয়ের সঙ্গে। তখন তার বয়স ২৩ বছর। ববি ছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা। বিজ্ঞাপনের সূত্র ধরে ববির বাড়ি যান লিসা। বাড়ি ঢুকে শ্বাসরোধে ববিকে খুন করেন। এরপর পেট চিরে গর্ভের শিশুকে নিয়ে চম্পট দেন। পরিবারের কাছে তাকে নিজের সন্তান বলে পরিচয় দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি।

সর্বশেষ খবর