বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চাঁদে ৪জি, নোকিয়ার সঙ্গে চুক্তি নাসার

চাঁদে ৪জি, নোকিয়ার সঙ্গে চুক্তি নাসার

অবাক হওয়ার মতো হলেও এ ঘটনা একেবারে সত্যি। চাঁদেও নাকি এবার পাওয়া যাবে ৪জি পরিষেবা। মার্কিন গবেষণা সংস্থা নাসা এই ব্যাপারে চুক্তি সেরে ফেলেছে নোকিয়ার রিসার্চ সংস্থা বেল ল্যাবসের সঙ্গে। বলা হচ্ছে, এর জন্য খরচ পড়বে ৩৭ কোটি মার্কিন ডলার। এই মোট খরচের মধ্যে দেড় কোটি খরচ বহন করবে নাসা। আপাতত ওই সংস্থা জানিয়েছে ২০২২ এর মধ্যে তারা চাঁদে এই কর্মযজ্ঞ শেষ  করতে পারবে। উল্লেখ্য, এর  আগেও  অবশ্য  চাঁদে এলটিই    নেটওয়ার্ক লঞ্চ করার চেষ্টা করছিল নোকিয়া। ২০১৮ এর পর ফের সেই একই কাজে আবার হাত লাগাল তারা। জানা গেছে, প্রথমে ৪জি/এলটিই নেটওয়ার্ক গড়ে তুলে পরে সেটিকে ৫জি-তে রূপান্তর করা হবে। নাসা মনে করছে, এটির ফলে চাঁদে যাওয়া মহাকাশচারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা সহজ হবে। মানুষ একধাপে চাঁদের ব্যাপারে অনেকটা এগিয়ে যাবে।

প্রসঙ্গত নাসা জানিয়েছে, ২০২৮-এর মধ্যে চাঁদে মানুষের থাকার  মতো পরিবেশ-পরিস্থিতি তৈরি করে ফেলতে চায় নাসা। আর সে কারণেই শুরু হয়েছে যাবতীয় প্রস্ততি। জানা গেছে, ২০২৪ সালে পরবর্তী চন্দ্রাভিযান সম্পন্ন করবে আমেরিকা।

সর্বশেষ খবর