বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আজারবাইজান-আর্মেনিয়ায় ফের শুরু রক্তক্ষয়ী যুদ্ধ

ভেস্তে গেল শান্তির চেষ্টা

টিকল না দ্বিতীয় দফার যুদ্ধবিরতি চুক্তি। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ফের রক্তক্ষয়ী লড়াইয়ে জড়াল আর্মেনিয়া ও আজারবাইজান। গতকাল বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে জোর লড়াই শুরু করেছে দুই দেশ। বিদ্রোহী আর্মেনীয়দের দখলে থাকা নাগর্নো-কারাবাখের প্রশাসন অর্থাৎ আর্মেনীয় বিদ্রোহীদের স্বঘোষিত ‘রাষ্ট্র’ ‘রিপাবলিক অব আর্টসাক’-এর মুখপাত্র জানিয়েছেন, লড়াইয়ের ফ্রন্টে উত্তর ও দক্ষিণ দুদিকেই তুমুল হামলা শুরু করেছে আজারবাইজানের গোলন্দাজ বাহিনী। ওই অঞ্চলে অধিবাসী আর্মেনীয় বাসিন্দাদের ২৫ হাজার সদস্যের মিলিশিয়া বাহিনী ‘আর্টসাক ডিফেন্স আর্মি’ জানিয়েছে, সোমবারের লড়াইয়ে তাদের  ১৯ জন সৈনিকের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত ৭২৯ জন আর্টসাক সদস্যের মৃত্যু হয়েছে। আজারবাইজানের সেনার হামলায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন নিরীহ নাগরিক। পাল্টা অজারবাইজানের দাবি, আর্মেনীয় বাহিনীর হামলায় তাদের ৬০ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। যদিও হতাহত হওয়া সেনার সংখ্যা এখনো খোলসা করেনি বাকু। সবমিলিয়ে এ পর্যন্ত যুদ্ধে মৃত্যু হয়েছে হাজারেরও বেশি মানুষের। আর্মেনিয়ার বিরুদ্ধে সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ এনে আজারবাইজানের প্রধানমন্ত্রী ইলহাম আলিয়েভ বলেন, ‘আর্মেনীয় বাহিনীর হামলায় অনেকেই হতাহত হয়েছেন। তারা সংঘর্ষবিরতি মানছে না।’

সর্বশেষ খবর