বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ফাউসিকে ‘বিপর্যয়’ বললেন ট্রাম্প

হোয়াইট হাউসে করোনাভাইরাস বিষয়ক টাস্কফোর্সের সদস্য ও যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসিকে ‘বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ফাউসি হলেন একটি বিপর্যয়। যদি আমি তার কথা শুনতাম, তাহলে দেশে আরও পাঁচ লাখ মানুষ (করোনায়) মারা যেত। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে বিভিন্ন ধরনের কর্মকা- আর কার্যকলাপের জন্য বার বার বিতর্কিত হচ্ছেন এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প ও ফাউসি দুজনই হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের সদস্য। কিন্তু করোনাভাইরাস মহামারী সবচেয়ে ভালোভাবে সামাল দেওয়া নিয়ে তাদের মধ্যে মতবিরোধ চলছে।

সর্বশেষ খবর