বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নিউইয়র্কেও নিষিদ্ধ হলো প্লাস্টিক ব্যাগ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্কেও নিষিদ্ধ হলো প্লাস্টিক ব্যাগ। গতকাল থেকে তা কার্যকর হয়েছে। এখন থেকে কেউ যদি প্লাস্টিক ব্যাগ বহন করেন তবে তাকে ৫০০ ডলার জরিমানা করা হবে। স্টেট এবং সিটি প্রশাসন মাঠে থাকবে পরিবেশ সুরক্ষার এই বিধি পুরোপুরি কার্যকর করতে। উল্লেখ্য, প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধের একটি বিল নিউইয়র্ক স্টেট পার্লামেন্টের উভয়কক্ষে গত বছর পাস হলেও তা করোনার কারণে যথাযথ বাস্তবায়িত করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ হয় ক্যালিফোর্নিয়া স্টেটে। নিউইয়র্ক হলো দ্বিতীয় স্টেট। ভারমন্ট এবং কানেকটিকাটসহ ৬টি স্টেটে নিষিদ্ধ বিল পাস হলেও তা এখনো আইনে পরিণত হতে পারেনি মামলার কারণে। সর্বশেষ গত মাসে নিউজার্সির পার্লামেন্টেও প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধের বিল পাস হয়েছে।

সর্বশেষ খবর