বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

‘অপারেশন গুলমার্গ’ কাশ্মীরে পাকিস্তানের নৃশংসতা

ধর্ষণ-হত্যা-বাড়িঘরে আগুন-লুটপাটের কাহিনি শুনে ৭৩ বছর পরও মানুষ শিউরে ওঠে

প্রতিদিন ডেস্ক

১৯৪৭-এর ২২ অক্টোবর পাকিস্তান সেনাবাহিনী তাদের উপজাতি মিলিশিয়াকে জম্মু ও কাশ্মীরে ঢুকিয়ে দিয়ে শুরু করে ‘অপারেশন গুলমার্গ’। পুরোটাই পাকিস্তানি সরকারের মদদে পাক-ফৌজদের নেতৃত্বে পাকিস্তানি জনজাতিদের মাধ্যমে কাশ্মীর দখলের লড়াই। মুজাফফরাবাদ, ডমেল ও উড়ি দখলের পর তারা ২৬ অক্টোবর পৌঁছায় বারামুলা। পাকিস্তানি সেনা কর্তাদের নেতৃত্বাধীন দুর্বৃত্তরা ধ্বংসস্তূপে পরিণত করে বারামুলাকে। তাদের সেই নৃশংসতার কাহিনি শুনে ৭৩ বছর পরও মানুষ চমকে ওঠে। বারামুলায় পাকিস্তান কী সর্বনাশা অত্যাচার চালিয়েছিল তার বর্ণনা রবার্ট ট্রামবুল ১০ নভেম্বর নিউইয়র্ক টাইমসে তুলে ধরেছিলেন।

বারামুলার যাবতীয় সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছিল। ভারতীয় সেনারা সেখানে পৌঁছানোর আগে পর্যন্ত সেখানকার তরুণীদেরও ভোগদখল করেছিল হানাদাররা। গোটা শহরটাকেই প্রায় মানবশূন্য করে তুলেছিল তারা। ছোট্ট শহরটির প্রায় ৩ হাজার মানুষকে হত্যা করে পাক-সেনার হাতে গড়া উপজাতি জঙ্গিরা। হানাদারদের হাতে প্রাণ হারান শহরের মানুষদের পাশাপাশি ইউরোপীয় চার নাগরিকও। অবসরপ্রাপ্ত ব্রিটিশ আর্মি অফিসার কর্নেল ডিক ও তার গর্ভবতী স্ত্রীকেও হত্যা করে কাশ্মীর দখলের লোভে উন্মাদ হামলাবাজরা। মাহসুদ উপজাতিদের আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি গির্জাও। ২৬ অক্টোবর জোসেফের ফ্রান্সিসকান কনভেন্টের ভিতরে ঢুকে তারা লুটপাট চালায়। হাসপাতাল ও চার্চকে ধ্বংসস্তূপে পরিণত করে। চারজন নান ছাড়াও কর্নেল ডিক ও তার স্ত্রীকে হত্যা করে হানাদাররা। ৩৫০ জন স্থানীয় হিন্দুকে একটি ঘরের ভিতর ঢুকিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়। বারামুলা আক্রান্তের ২৪ ঘণ্টা পরই ভারতীয় সেনা পৌঁছায় শহরে। কিন্তু তার আগেই শহরটির ১৪ হাজারের জনবসতি কমে দাঁড়ায় ১ হাজারে। পাকিস্তানি হানাদাররা শহরটাকেই জনমানবশূন্য করে তোলে। এপির ফটোগ্রাফার ম্যাক্স ডসপটের বর্ণনা অনুযায়ী, ২ নভেম্বর ২০টির বেশি গ্রাম তিনি জ্বলতে দেখেছেন। বারামুলা থেকে ২০ মাইল দূরে শ্রীনগরে বসেও সেই ভয়ঙ্কর আগুন দেখা গেছে। হানাদাররা ব্যাপক সন্ত্রাস ও ধ্বংসপ্রক্রিয়া চালাতে চালাতেই শ্রীনগরের উদ্দেশে অগ্রসর হতে থাকে। সেই ধ্বংসের ১০ দিন লন্ডনের ডেইলি এক্সপ্রেস কাগজের সিডনি স্মিথ বারামুলা হাসপাতালেই ছিলেন। তিনিও পাকিস্তানি হানাদারদের নিয়ে নিজের প্রতিবেদনে ধ্বংসের ছবি তুলে ধরেন।

সর্বশেষ খবর