বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
বিশ্ব পরিস্থিতি

মৃত্যু বেড়ে চলেছে ইউরোপজুড়ে

প্রতিদিন ডেস্ক

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা চলছে ইউরোপজুড়ে। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। পাশপাশি বাড়ছে সংক্রমিতও।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, গত সোমবার ইউরোপে ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা ছিল ১ লাখ ৩৮ হাজার ১৪৫ এবং মৃত্যু ছিল ১ হাজার ৬৮ জন। পরদিন মঙ্গলবার সংক্রমণের সংখ্যা হয় ১ লাখ ৫৪ হাজার ৬৪৭ এবং মৃত্যুর সংখ্যা হয় ১ হাজার ৭৯৯ জন। অর্থাৎ এক দিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে প্রায় সাড়ে ১৬ হাজার, আর মৃত্যু বেড়েছে ৭৩১ জন। গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় ইউরোপের দেশগুলোর মধ্যে রাশিয়ায় সংক্রমিত ছিল ১৬ হাজার ৩১৯ এবং মৃত্যু ছিল ২৬৯। স্পেনে সংক্রমিত ছিল ১৩ হাজার ৮৭৩ এবং মৃত্যু ছিল ২১৮। ফ্রান্সে সংক্রমিত ছিল ২০ হাজার ৪৬৮ এবং মৃত্যু ছিল ২৬২। যুক্তরাজ্যে সংক্রমিত ছিল ২১ হাজার ৩৩১ এবং মৃত্যু ছিল ২৪১। ইতালিতে সংক্রমিত ছিল ১০ হাজার ৮৭৪ এবং মৃত্যু ছিল ৮৯।

সর্বশেষ খবর