শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মার্কিন নির্বাচনী ফলাফল পেতে বিলম্ব হতে পারে

যুক্তরাষ্ট্রের নির্বাচনের বাকি দুই সপ্তাহের কম সময়। এরই মধ্যে  নির্বাচন আইন বিষয়ে বিশেষজ্ঞরা নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী কয়েক সপ্তাহের দেশের রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন চিত্র তুলে ধরেছেন। তাদের বক্তব্য, দুই প্রার্থীর মধ্যে কে জয়ী হবেন তা এখনো অনিশ্চিত এবং নানাবিধ আইনি জটিলতার কারণে হয়তো জানুয়ারির আগে সঠিক ফলাফল নাও পাওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা জানান, করোনাভাইরাসের কারণে অনেক ভোটার ঘরে বসে, ডাকযোগে ভোট প্রয়োগ করছেন। এ কারণে এবারের নির্বাচনের বিজয়ী ঘোষণা ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। এ ছাড়া বিভিন্ন রাজ্যে এসব অনুপস্থিত ভোটারের আইন ভিন্নতর হওয়ায় চূড়ান্ত ফলাফল পেতে বহুদিন বা কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

সর্বশেষ খবর