শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অবশেষে লিবিয়ায় স্থায়ী শান্তিচুক্তি

লিবিয়ার নেতা মুয়াম্মার আল গাদ্দাফি। যুদ্ধের নামে ঠিক নয় বছর আগে ২০১১ সালের ২০ অক্টোবর হত্যা করা হয়। এরপর থেকে আর শান্তির দেখা পায়নি দেশটি। গৃহযুদ্ধে প্রায় সব কিছুই হারিয়েছে। অবশেষে স্থায়ী শান্তিচুক্তি করেছে লিবিয়ার যুদ্ধরত দুই পক্ষ। লিবিয়ায় জাতিসংঘের মিশনের ফেসবুক পেজ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। এতে একটি ভিডিও প্রকাশ করা হয়। তাতে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর উৎসব দেখা যায়। এ খবর দিয়েছে আল-জাজিরা।
গতকাল জাতিসংঘ জানিয়েছে, লিবিয়ায় যুদ্ধরত উভয় পক্ষের সামরিক প্রধানরা আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন। একে ঐতিহাসিক চুক্তি হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। এর ফলে দীর্ঘদিন যুদ্ধ চলা দেশটিতে শান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। শান্তিচুক্তিতে মধ্যস্ততা করেছে জাতিসংঘের দূত স্টিফেন টুরকো উইলিয়ামস। এতে স্বাক্ষর করেছে খলিফা হাফতারের বাহিনী এলএনএ এবং ত্রিপোলিভিত্তিক সরকার জিএনএ। ক্ষমতার প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে আলোচনা করতে আগামী মাসে তিউনিশিয়ায় বসবে দুই পক্ষ।

সর্বশেষ খবর