শিরোনাম
রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
অন্য খবর

মহাকাশ থেকে ভোট দিলেন নভোচারী

মহাকাশ থেকে ভোট দিলেন নভোচারী

করোনা পরিস্থিতির কারণে মার্কিন নির্বাচনে সশরীরে ভোটকেন্দ্রে যাওয়ার ঝামেলা এড়াতে অনেকেই আগাম ভোট দিচ্ছেন। এমন কী পৃথিবীর কক্ষপথ থেকেও আগাম ভোট পড়েছে বলে জানিয়েছে মার্কিন নির্বাচনী ওয়েবসাইট। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন নির্বাচনে মহাকাশ থেকে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মার্কিন নভোচারী কেট রুবিনস। নির্বাচনের সময় তিনি মহাকাশে থাকবেন, তাই সেখান থেকেই আগাম ভোট দিলেন। নাসা জানিয়েছে, অন্য সবার মতোই ভোটদানের ফরম পূরণ করে আগাম ভোটের সুযোগ চেয়ে আবেদন করতে হয়েছিল রুবিনসকে। নাসার তথ্য অনুসারে, মহাকাশচারীর ভোট প্রদানের জন্য একটি বিশেষ পাসওয়ার্ড রয়েছে। যার মাধ্যমে মহাকাশচারী তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

মার্কিন নির্বাচনী ওয়েবসাইটের তথ্য অনুসারে, এবার করোনা পরিস্থিতির কারণে জর্জিয়া ও ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যগুলোয় এখন পর্যন্ত প্রায় ৫ কোটিরও বেশি আগাম ভোট পড়েছে।

সর্বশেষ খবর