শিরোনাম
সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ম্যাক্রোঁর ভূমিকায় নিন্দা মুসলিম বিশ্বে

ম্যাক্রোঁর ভূমিকায় নিন্দা মুসলিম বিশ্বে

ফ্রান্সের সংবিধান রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ বলে সংজ্ঞায়িত করেছে। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইসলাম ধর্মকে কটাক্ষ করে এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশে বিরত না থাকার ঘোষণা দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের বৃহত্তম সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। সংগঠনটি মনে করে, দেশটিতে ধর্ম নিরপেক্ষতার সীমানা থাকা উচিত। খবর- আল জাজিরা।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের প্রতিবাদে বিশ্বের বৃহত্তম মুসলিম সংগঠনটি জানিয়েছে, মুসলমানদের অনুভূতিতে আঘাত করে ফ্রান্স কর্তৃক ধর্মীয় প্রতীকের ধারাবাহিক অবমাননার তীব্র নিন্দা জানাচ্ছে ওআইসি। এদিকে লেবাননের দারুল ইফতার মহাসচিব আমিন কুরদি এক বিবৃতিতে জানিয়েছেন, মহানবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কটূক্তি মানুষের মধ্যে ঘৃণা ও বিদ্বেষ ছড়াবে।

 

সর্বশেষ খবর