মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নয়া প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরে ভারত-মার্কিন ঐকমত্য

নয়াদিল্লি প্রতিনিধি

প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিস্তরীয় যৌথ বৈঠকের আগের দিন গতকাল ভারত ও যুক্তরাষ্ট্র নতুন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করার ব্যাপারে ঐকমত্যে এসেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার গতকাল পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে দিল্লি আসেন। প্রতিরক্ষামন্ত্রী সাউথ ব্লকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এই বৈঠকেই উভয় দেশ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে সহমত হয়। মৌলিক সামরিক তথ্য, লজিস্টিকস ও ভৌগোলিক মানচিত্রের তথ্য আদান-প্রদান করার জন্য এই চুক্তি হচ্ছে। এর পোশাকি নাম ‘বেসিকস এক্সচেঞ্জ অ্যান্ড কো-অপারেশন অ্যাকর্ড’ (বেকা)। আগামীকাল হায়দরাবাদ হাউসে দ্বিস্তরীয় বৈঠকে চুক্তি স্বাক্ষরিত হবে। প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে সম্প্রতি লাদাখে ভারত-চীন সীমান্ত উত্তেজনা প্রাধান্য পেয়েছে।

সর্বশেষ খবর