মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সত্যাগ্রহ দমনে কেন্দ্রীয় মন্ত্রীরা নোংরা কথা বলছেন : সোনিয়া

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

সত্যাগ্রহ দমনে কেন্দ্রীয় মন্ত্রীরা নোংরা কথা বলছেন : সোনিয়া

ভারতের জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষ যে আন্দোলন করছে তা গান্ধীবাদী সত্যাগ্রহের মতোই। সোনিয়া বলেন, এই সত্যাগ্রহ দমন করতে কেন্দ্রীয় মন্ত্রীরা নোংরা নোংরা কথা বলে পরিবেশ বিষাক্ত করছেন। কংগ্রেস সভানেত্রী এক নিবন্ধে এই অভিযোগ তোলেন। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী মোদির সরকার ভারতে গণতন্ত্র হত্যা করছে। সোনিয়া বলেন, যারা নির্বাচনে বিজেপিকে ভোট দেয়নি, তাদের মোদি সরকার দ্বিতীয় শ্রেণির নাগরিকদের মতো ব্যবহার করছেন।’ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রচনাটি প্রকাশ করা হলো ঠিক বিহার বিধানসভা ভোটের প্রথম পর্ব শুরু হওয়ার মুখে। করোনার কারণে সোনিয়া গান্ধী নিজে প্রচারে যাচ্ছেন না। নিবন্ধে কংগ্রেস সভানেত্রী দিল্লি ও দেশের বিভিন্ন রাজ্যে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে আন্দোলনের উল্লেখ করে বলেন, নারীদের নেতৃত্বের এই আন্দোলন গোটা বিশ্বের নজর কেড়েছে। অথচ মোদি সরকার ওই আন্দোলনকে দেশবিরোধী আখ্যা দেন।

সর্বশেষ খবর