শিরোনাম
বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ইউরোপে দ্বিতীয় ধাক্কার প্রভাব মারাত্মক হচ্ছে

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় মারাত্মক প্রভাব পড়েছে ইউরোপের দেশ ফ্রান্সে। দেশটিতে ভাইরাস সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। গত এক দিনে ফ্রান্সে ৫২ হাজার ১০ জন মহামারীতে আক্রান্ত হয়েছে, যা গত এক দিনে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এবং মহামারীর পর থেকে এটি প্রথম ঘটনা। শুধু ফ্রান্সেই নয়, ইউরোপজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় অঞ্চলটির বিভিন্ন দেশে নতুন করে বিধিনিষেধ এমনকি জরুরি অবস্থাও জারি করা হচ্ছে। গত এক দিনে ইউরোপের দেশগুলোতে মোট করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ১ হাজার ২১৩ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৩২০ জনের। এরই মধ্যে দেশের বিভিন্ন শহরে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ আরোপ করায় ইতালিজুড়ে বিক্ষোভ করেছেন দেশটির হাজারো মানুষ।

সর্বশেষ খবর