বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভারতে আমেরিকার কথাবার্তায় চীন বেজায় চটেছে

সীমান্ত সমস্যা ভারত-চীনের দ্বিপক্ষীয়। সেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনো জায়গা নেই

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

ভারতের মাটিতে দাঁড়িয়ে আমেরিকার পদক্ষেপে বেজায় চটেছে চীন। আমেরিকাকে ‘তৃতীয় পক্ষ’ হিসেবে উল্লেখ করে নয়াদিল্লিস্থ চীনা দূতাবাস এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারত-চীন সীমান্ত সমস্যায় ‘তৃতীয় পক্ষের কোনো জায়গা নেই।’ বিবৃতিতে বলা হয়, ভারতীয় উপমহাদেশে আমেরিকা নিজেদের আধিপত্য বাড়াতে চাইছে। ভারতের সঙ্গে টু প্লাস টু বৈঠকে যোগ দিতে সোমবার ভারতে এসেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক টি এসপার। মঙ্গলবার প্রথমে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ  সিংয়ের সঙ্গে বৈঠক করেন তারা। সেখানে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। তারপর তারা বৈঠকে বসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে। এনএসএর সঙ্গে বৈঠকে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চীন উত্তেজনা নিয়ে আলোচনা হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে পম্পেও ভারতের পাশে থাকার বার্তা দিয়ে চীনকে ইঙ্গিত করে বলেন, ভারতের সার্বভৌমত্ব রক্ষায় ওয়াশিংটন সব সময়ই পাশে থাকবে নয়াদিল্লির। যে কোনো রকমের বিপদ থেকে রক্ষা করতে একযোগে কাজ করবে দুই দেশ।

পম্পেওর এ বার্তার পরই গতকাল বিবৃতি দিয়ে চীনের বক্তব্য, ‘সীমান্ত সমস্যা ভারত-চীনের দ্বিপক্ষীয় সমস্যা। প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরাতে এবং স্থিতাবস্থা ফেরাতে কূটনৈতিক ও সামরিক মাধ্যমে আলোচনা চলছে। নিজেদের মধ্যে এ সমস্যা সঠিকভাবে মেটানোর ক্ষমতা রয়েছে নয়াদিল্লি ও বেইজিংয়ের। সেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনো জায়গা নেই।’ বেইজিংয়ের অভিযোগ, ভারতীয় উপমহাদেশে কর্তৃত্ব বাড়ানোর উদ্দেশ্যেই এভাবে হস্তক্ষেপ করতে চাইছে আমেরিকা। দূতাবাসের বক্তব্য, উপমহাদেশের দেশগুলোর মধ্যে একে অন্যের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তার ফায়দা তুলতে চাইছে হোয়াইট হাউস। একে অন্যের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে নিজেদের কর্তৃত্ব ও আধিপত্য জাহির করতে চাইছে। দ্বিপক্ষীয় সম্পর্ক কখনো তৃতীয় পক্ষের স্বার্থে হওয়া উচিত নয় বলেও বিবৃতিতে মন্তব্য করেছে বেইজিং। মঙ্গলবার এনএসএর সঙ্গে পম্পেওর বৈঠকে মূলত পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে।

সর্বশেষ খবর