বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ইয়েমেনে মৃত্যুঝুঁকিতে লাখো শিশু : জাতিসংঘ

ইয়েমেনের কয়েকটি অঞ্চলে লাখো শিশু অনাহারে চরম অপুষ্টিতে ভুগছে। যার ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটির এসব শিশু মৃত্যুঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের বাসিন্দারা বছরের পর বছর ধরে মারাত্মক খাদ্য সংকটে রয়েছে। ফলে সেখানকার বাসিন্দা বিশেষ করে শিশুরা চরম অপুষ্টিতে ভুগছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটির চরম খাদ্য সংকট হিসেবে প্রতিবেদনটিতে পুনরায় যুদ্ধ-সহিংসতা, বন্যা এবং করোনাভাইরাস মহামারীকে দায়ী করা হয়েছে। গত ছয় বছর ধরে চলা গৃহযুদ্ধ ইয়েমেনকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়নি।

সর্বশেষ খবর