শিরোনাম
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রুটি বিক্রেতা থেকে যুদ্ধংদেহী প্রেসিডেন্ট

রুটি বিক্রেতা থেকে যুদ্ধংদেহী প্রেসিডেন্ট

রিসেপ তাইয়েপ এরদোগান

রিসেপ তাইয়েপ এরদোগান। সমৃদ্ধ ইতিহাসের দেশ তুরস্কের প্রেসিডেন্ট। অত্যন্ত সাধারণ জীবন দিয়ে শুরু হলেও এরদোগান এখন এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। যিনি আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের শাসনামলের পর অন্য যে কোনো নেতার চেয়ে দেশটিকে সবচেয়ে বেশি বদলে দিয়েছেন। ইসলাম নিয়ে ফ্রান্সের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে বর্তমানে তিনি আলোচিত এক রাজনীতিকে পরিণত হয়েছেন। এরদোগান ২০০৩ সালের মার্চ মাসে তুরস্কের নেতা নির্বাচিত হন।  নিজ দেশ থেকে বের হয়ে ইসলামী দেশগুলোর নেতৃত্ব দিতে পরিকর। সাম্প্রতিককালে প্রেসিডেন্ট এরদোগান বহির্বিশ্বে তার শক্তি প্রদর্শনের জন্য খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছেন যা অনেক দেশকে ক্ষুব্ধ করেছে। নাগর্নো-কারাবাখকে কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে তাতেও পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে তুরস্ক। এদিকে লিবিয়া ও সিরিয়া যুদ্ধেও তার পদক্ষেপ আছে।  অভ্যন্তরীণ রাজনীতি : প্রেসিডেন্ট হওয়ার আগে এরদোগান ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এরদোগান প্রথম দফায় প্রেসিডেন্ট হন ২০১৪ সালে। ২০১৮ সালে আবার প্র্রেসিডেন্ট হলে ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে তার বিরোধীদের ওপর দমন-পীড়নও আরও জোরালোভাবে শুরু হয়। সমালোচকরা তাকে একজন স্বৈরাচারী হিসেবে অভিহিত করেন। শৈশব : এরদোগানের জন্ম ১৯৪৫ সালে। একজন উপকূল-রক্ষীর সন্তান তিনি। বেড়ে উঠেছেন তুরস্কের কৃষ্ণসাগর সমুদ্র উপকূলে। তার বয়স যখন ১৩, তার পিতা সন্তানদের আরও ভালো লেখাপড়া করানোর স্বপ্ন নিয়ে ইস্তাম্বুলে চলে আসার সিদ্ধান্ত নেন। কিশোর এরদোগান বাড়তি কিছু অর্থ রোজগারের জন্য রাস্তায় লেবুর শরবত এবং রুটি বিক্রি করতেন। ইসলামিক স্কুলে লেখাপড়া করেছেন তিনি। পরে ইস্তাম্বুলের মারমারা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রি অর্জন করেন। একজন পেশাদার ফুটবলারও ছিলেন তিনি।

সর্বশেষ খবর