শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

টাইফুনের তান্ডব ও ভূমিধসে ভিয়েতনামে নিহত ১৯

প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত ভিয়েতনাম। দিন কয়েক আগে ভয়াবহ বন্যার পর সেখানে আঘাত হেনেছে টাইফুন মলাভ। আর তার জেরে ঘটে গেছে ভূমিধস। এতে কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরও ৬৪ জন। প্রচন্ড বৃষ্টি ও ঝড়ের ফলে অনেক বাড়ির ছাদ উড়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৭ লাখেরও বেশি মানুষ। গতকাল ভিয়েতনাম সরকারের তরফে জানানো হয়েছে, বুধবার ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে মধ্য ভিয়েতনামের বিস্তীর্ণ এলাকায় আছড়ে পড়ে টাইফুন মলাভ। এর ফলে প্রচুর বাড়ির ছাদ উড়ে যাওয়ার পাশাপাশি রাস্তার ওপর গাছপালা ভেঙে বেশকিছু জায়গায় যোগাযোগ ব্যবস্থা থমকে যায়। প্রচন্ড বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে অনেক অঞ্চলও। এখনো পর্যন্ত মোট ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর নিখোঁজ রয়েছেন ৬৪ জন। তাদের মধ্যে ২৬ জন মৎস্যজীবীও রয়েছেন। অন্যদিকে কোয়াং প্রদেশে গত ২০ বছরের মধ্যে এই ধরনের ভয়াবহ টাইফুনের কবলে পড়েননি ভিয়েতনামের মানুষ। তাই চারদিকে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। ভূমিধসের পর উদ্ধারকাজ শুরু হয়।

সর্বশেষ খবর