শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মার্কিন ভোটারদের তথ্য রাশিয়া ইরানের হ্যাকারদের হাতে!

বিতর্কের আবর্তে ঘুরপাক খাচ্ছে মার্কিন নির্বাচন। অভ্যন্তরীণ কারচুপি থেকে বিদেশি হস্তক্ষেপ। এই অবস্থায় প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর ডিরেক্টর জন র‌্যাটক্লিফ জানিয়েছেন, মার্কিন ভোটারের একটি অংশের তথ্য রয়েছে ইরান ও রাশিয়ার হাতে। তিনি জানান, নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে একাধিক বিদেশি সংস্থা। মার্কিন জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, ডেমোক্র্যাটিক ভোটারদের হুমকি দিয়ে মেইল পাঠানোর নেপথ্যে রয়েছে ইরান। নথিভুক্ত ভোটারদের বিভ্রান্ত করতে এই দুই দেশের হ্যাকাররা ক্রমাগত ভুয়ো তথ্য ছড়াচ্ছে। যে কোনও মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের উপর আঘাত হানতে মরিয়া হয়েই এই ধরনের কর্মকান্ড চালানো হচ্ছে।

সর্বশেষ খবর