শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
সংসদে মুসলিম লীগ নেতা

পাকিস্তান সেদিন ভয়ে ভারতীয় পাইলটকে মুক্তি দিয়েছিল

প্রতিদিন ডেস্ক

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা আয়াজ সাদিক জাতীয় পরিষদ (সংসদ) অধিবেশনে বলেন, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ধৃত ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে তড়িঘড়ি মুক্তি দেওয়া হয়েছিল ভারতের ভয়ে।

পাকিস্তানের আকাশে পাকিস্তান বিমান বাহিনী ও ভারতীয় বিমান বাহিনীর ‘ডগ ফাইট’ চলার সময় গোলার আঘাতে ভারতের একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানের পাইলট অভিনন্দনকে আটক করা হয়েছিল। এর আগে, ভারতীয় আকাশসীমায় ডগ ফাইটের সময় পাইলট অভিনন্দন গুলি করে পাকিস্তানের একটি বিমান ফেলে দিয়ে সুনাম অর্জন করেছিলেন।

আয়াজ সাদিক বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির ওপর ইমরান খানের সরকার বৈঠক ডাকে। দুনিয়া নিউজ জানায়, এ বৈঠকে সংসদীয় রাজনৈতিক দলগুলোর নেতারা এবং সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া উপস্থিত ছিলেন।

বৈঠকে যা দেখেছেন তার বর্ণনা দিয়ে আয়াজ সাদিক বলেন, সেনাপ্রধান জেনারেল বাজওয়া কামরায় ঢোকার সময় তার পা কাঁপছিল। তিনি ঘামছিলেন। পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, ‘আল্লাহর ওয়াস্তে অভিনন্দনকে ছেড়ে দিন। রাত ৯টায় হামলা শুরু করতে চাইছে ভারত।’

রাত হওয়ার আগেই অভিনন্দন ছাড়া পান এবং ১ মার্চ আটারি ওয়াগাহ সীমান্ত দিয়ে ভারতে ফিরে যান।

সর্বশেষ খবর