শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
ব্রিটিশ নির্বাচনে রাশিয়ার হাত

তদন্তে অনীহার অভিযোগে জনসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

আমেরিকার মতো গত ডিসেম্বরে হওয়া ব্রিটিশ নির্বাচনেও হস্তক্ষেপ করেছিল রাশিয়া। এই অভিযোগ ব্রিটেনের অনেক রাজনৈতিক দলের। তাদের আরও অভিযোগ, ওই অভিযোগ ওঠার পরও ব্রিটিশ প্রধানমন্ত্রী তদন্তে গড়িমসি করছেন। ফলে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নিয়েছে আন্তদলীয় একটি গ্রুপ। এতে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের এমপি এবং পিয়াররা। তারা আদালতের কাছে আর্জি জানিয়েছে প্রধানমন্ত্রী যেন অভিযোগের বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত অথবা সরকারি তদন্ত করতে বাধ্য হন।  জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় ব্যর্থতার অভিযোগে এ জাতীয় আইনি ব্যবস্থা এটাই প্রথম। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। এতে বলা হয়, গত জুলাই মাসে পার্লামেন্টের ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমিটি (আইএসসি) রাশিয়া ইস্যুতে একটি রিপোর্ট প্রকাশ করে। এতে বলা হয়, ২০১৬ সালে অনুষ্ঠিত ব্রেক্সিট বিষয়ক গণভোটে ক্রেমলিন হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ আছে।

সর্বশেষ খবর