রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
কলকাতার সমাবেশে ‘ম্যাক্রোঁ মুর্দাবাদ’ স্লোগান

ভারতের বিভিন্ন শহরে ফ্রান্সবিরোধী বিক্ষোভ

কলকাতা প্রতিনিধি

ভারতের বিভিন্ন শহরে ফ্রান্সবিরোধী বিক্ষোভ

ফ্রান্সবিরোধী ক্ষোভের রেশ ভারতেও পৌঁছে গেছে। ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ফ্রান্সের বিরুদ্ধে কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে তোপ দেগেছে উত্তরপ্রদেশের দেওবন্দের ইসলামী শিক্ষা কেন্দ্র দারুল উলুম। কেন্দ্রীয় সরকারের কাছে তাদের আরজি- ধর্মের অবমাননা করার জন্য ফ্রান্সের নিন্দা করা হোক। সেই সঙ্গে এ ব্যাপারে একটি আন্তর্জাতিক আইন আনার দাবিতেও সরব হয়েছে তারা। গত ১৬ অক্টোবর প্যারিসের উত্তর-পূর্বে স্যামুয়েল প্যাটি নামক ফ্রান্সের এক শিক্ষক তার ক্লাসের শিক্ষার্থীদের সামনে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন। এর পরই তার ওপর হামলা নেমে আসে এবং তাতে নিহত হন প্যাটি। তার পরই ক্ষোভে ফুঁসতে থাকে ফ্রান্স। ওই ঘটনায় ইসলামপন্থি সন্ত্রাসবাদকেই দায়ী করেন ম্যাক্রোঁ। ফ্রান্সে ইসলামের নবীর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত থাকবে বলেও ম্যাক্রোঁ তার বক্তব্যে জানান। তাঁর ওই মন্তব্যের পরই বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এরই মধ্যে বৃহস্পতিবার ফ্রান্সে আরও একটি হামলার ঘটনা ঘটে। নিস শহরের নটর ডেম গির্জার ভিতরে প্রার্থনা চলাকালে সন্ত্রাসী হামলায় তিনজন নিহত হন। একের পর এক সন্ত্রাসবাদী হামলার পরই তার নিন্দা জানিয়ে ফ্রান্সের পাশে দাঁড়ায় ভারত। ম্যাক্রোঁর বিরুদ্ধে ভারতের কলকাতা, মুম্বাই, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশও বিক্ষোভ হয়েছে। কলকাতার আলিপুরে ফরাসি কনস্যুলেটের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান মুসলিম সম্প্রদায়ের মানুষজন। গতকাল দুপুরে ‘মজলিস-ই-উলেমা-ই-ইসলাম’, ‘রশিদি ফাউন্ডেশন মেটিয়াব্রুজ’সহ কয়েকটি মুসলিম সংগঠনের তরফে সেখানে শতাধিক বিক্ষোভকারী জড়ো হন। তারা ‘ম্যাক্রোঁ মুর্দাবাদ’ স্লোগান দেন।

সর্বশেষ খবর