রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মত প্রকাশের স্বাধীনতায় সীমা লঙ্ঘন উচিত নয় : ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আমরা অবশ্যই মত প্রকাশের স্বাধীনতার পক্ষে। তবে মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতা আছে। তবে এ ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা উচিত নয়। সাম্প্রতিক সময়ে ফ্রান্সে মহানবীকে অবমাননার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন। ট্রুডো আরও বলেন, নির্বিচারে এবং অপ্রয়োজনে নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে আঘাত করা উচিত নয়। মত প্রকাশের ক্ষেত্রে অবশ্যই সীমারেখা থাকা উচিত এবং তা লঙ্ঘন করা উচিত নয়। আমাদের অন্যদের প্রতি সম্মান জানাতে হবে। সবকিছুরই একটা সীমা রয়েছে। ট্রুডো বলেন, আমরা যেসব কথা বলি, অন্যদের প্রতি যে আচরণ করি, বিশেষ করে সেসব সম্প্রদায় ও জনগোষ্ঠী যাদের ভয়াবহ বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাদের প্রতি এর প্রভাব সম্পর্কে আমরা নিজেদের কাছে দায়বদ্ধ। ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ট্রুডো বলেন, এটি অযৌক্তিক এবং আমাদের ফরাসি বন্ধু যারা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের পাশে দাঁড়িয়ে এই কর্মকান্ডের প্রতি কানাডা তীব্র নিন্দা জানায়।

সর্বশেষ খবর