সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৯

তুরস্কে সৈকত নগরী ইজমিরে বিধ্বংসী ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছেন ৩৯ জন। এ ছাড়া ৭ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে আহত হয়েছেন ৮৮৫ জনের বেশি মানুষ। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা বলেন, ইজমির ভূমিকম্পের পরে ২৪৩ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে আটজন নিবিড় পরিচর্যায় আছেন এবং তিনজনের অবস্থা গুরুতর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, শুক্রবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের ইজমির প্রদেশে। পার্শ্ববর্তী এথেন্স এবং ইস্তাম্বুলেও কম্পন অনুভূত হয়। এতে ইজমির শহরের অন্তত ২০টি বহুতল ভবন ধসে পড়ে।

সর্বশেষ খবর