সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

যুক্তরাজ্যে লকডাউন অস্ট্রিয়ায় কারফিউ

বিশ্বজুড়ে তান্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনো কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে মরণঘাতী এই ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। আবারও লকডাউন হলো ইংল্যান্ড। কারফিউ জারি করা হয়েছে  অস্ট্রিয়ায়। ইংল্যান্ডকে ১ মাসের জন্য লকডাউন ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার মধ্যরাত থেকেই ইংল্যান্ডে শুরু হচ্ছে দ্বিতীয় দফায় লকডাউন। থাকবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। লকডাউন চলাকালে স্থানীয়রা শিক্ষা, চাকরি, ব্যায়াম এবং ওষুধ জাতীয় জরুরি পণ্য কেনাকাটার জন্যই শুধু ঘরের বাইরে যেতে পারবেন। জরুরি দোকানপাট, স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো খোলা থাকবে। পেশাদার খেলাধুলা চালু থাকলেও অপেশাদারদের জন্য তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাব ও রেস্টুরেন্টগুলো ফের বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর