মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মানবদেহের ডিএনএর ওপর ক্ষতিকর প্রভাব ফেলে পানিদূষণ

মানবদেহের ডিএনএর ওপর ক্ষতিকর প্রভাব ফেলে পানিদূষণ

দূষণে দূষণে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিনিয়ত মানুষের অনৈতিক কার্যকলাপে প্রাণীর বসবাসের ওপরই প্রভাব ফেলছে। মানুষের স্বাভাবিকতাই এখন হুমকিতে। ঠিক যেমন অনবরত পানিদূষণ ক্ষতিকর প্রভাব ফেলছে মানবদেহের ডিএনএতে। যার ফলে প্রতিনিয়ত নানা শারীরিক ও মানসিক সমস্যার শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। আর এ পানিদূষণ নিয়েই এবার নতুন আশঙ্কার কথা শোনালেন জাপানের পরিবেশবিজ্ঞানীরা। জাপানের গ্রিনপিসের পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে, দূষিত পানির ব্যবহার এবং তা পান মানবদেহের ডিএনএর ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। আর জাপান ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় সেখানে পানিদূষণের পরিমাণও বেশি। আর এ পানিদূষণই এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জাপানিদের কাছে।

জানা গেছে, জাপানের ফুকুশিমা শহরের ইউটিলিটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চিত পানি সুনামির ফলে দূষিত হয়ে পড়েছে। এমনকি কঠিন রাসায়নিক মেশানো এ পানি ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশে জাপানজুড়ে পানিদূষণের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। শুধু তাই নয়, ক্ষতিকর এ পানি প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি জাপান সরকার। আরও জানা গেছে, ২০১১ সালের ভয়াবহ সুনামি বিধ্বস্ত করে দিয়েছিল জাপানের উত্তর-পূর্বে অবস্থিত ফুকুশিমা ডাই-ইচি প্লান্টের তিনটি পারমাণবিক চুল্লিকে। সে সময় ওই পারমাণবিক ক্ষেত্রের চুল্লি থেকে নির্গত ক্ষতিকর তেজস্ক্রিয় পদার্থমিশ্রিত পানি ভূগর্ভস্থ পানি ও বৃষ্টির সঙ্গে মিশে পানিদূষণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর