মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নির্বাচিত হলে ফাউসিকে বরখাস্ত : ট্রাম্প

নির্বাচিত হলে ফাউসিকে বরখাস্ত : ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে সে দেশের সংক্রামক রোগ বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসিকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় রবিবার রাতে তার নির্বাচনী সমাবেশ হয়। সেখানে ‘ফায়ার ফাউসি’ স্লোগানের সঙ্গে তিনিও যেন মিলে যান। মিয়ামি বিমানবন্দরে সমবেত হয়েছিলেন তার বেশ কিছু সমর্থক। তিনি সেখানে উপস্থিত হওয়ার পর ‘ফায়ার ফাউসি’ স্লোগান ওঠে। এ সময় ট্রাম্প কয়েক সেকেন্ড তাদের স্লোগান দেওয়ার সুযোগ করে দেন। তারপর তিনি নিজে বক্তব্য রাখেন। স্লোগানের জবাবে তিনি বলেন, আপনারা এ দাবি অন্য কারও কাছে জানাবেন না। নির্বাচনের পরে আমাকে সামান্য সময় দিন, আমিই এ কাজ করে দেব। এমন পরামর্শ দেওয়ার জন্য আমি আপনাদের প্রশংসা করি। ফাউসি ইস্যুতে ট্রাম্প বলেন, তিনি প্রচুর ভুল করেছেন। তিনি একজন চমৎকার মানুষ। কিন্তু বিরাট ভুল করেছেন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। ফ্লোরিডার সমাবেশে অংশগ্রহণকারীদের অনেকের মুখেই মাস্ক ছিল না। করোনা মহামারীর শুরুর দিকে ট্রাম্প ও ফাউচি সমন্বয়ের ভিত্তিতে কাজ করছেন বলে মনে হলেও ধীরে ধীরে তাদের সম্পর্কের অবনতি হতে থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর