মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কাবুল বইমেলায় জঙ্গি হামলা, নিহত ১৯

কাবুল বিশ্ববিদ্যালয়ে চলছে বইমেলা। সেখানে গতকাল তিন জঙ্গি হামলা চালায়। এতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। ২২ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। নিরাপত্তাবাহিনীর পালটা গুলিতে খতম হয় তিন জঙ্গি। তবে গতকালের এ হামলার সঙ্গে তালেবানদের কোনো যোগ নেই বলে বিবৃতি দিয়েছে সংগঠনটি। বইমেলায় গতকাল অতিথি ছিলেন ইরানের রাষ্ট্রদূত। তবে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। তিন জঙ্গি একে ৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে ক্যাম্পাসে ঢুকে গুলি চালানো শুরু করে, সেই সঙ্গে বোমা নিক্ষেভ। আচমকা বোমা-গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সবাই। জঙ্গিদের গুলিতে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে গোটা চত্বর ঘিরে ফেলে  আফগান নিরাপত্তাবাহিনী। দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টার লড়াইয়ে তিন জঙ্গিকে হত্যা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর