মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কোয়ারেন্টাইনে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কোয়ারেন্টাইনে

এবার সেলফ কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’র প্রধান তেদরোস আধানম গেব্রিয়েসুস। করোনা আক্রান্তের সংস্পর্শে আসার পরই রবিবার সেলফ কোয়ারেন্টাইনে চলে যান তিনি। তবে সংক্রমিত হননি। এমনকি কোনো প্রকার উপসর্গও নেই তার শরীরে। রবিবার টুইট করে নিজেই সে কথা জানান।

টুইটে তিনি বলেছেন, ‘আমি পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ আসা এক ব্যক্তির সংস্পর্শে ছিলাম বলে শনাক্ত হয়েছি। আমি ভালো আছি, কোনো উপসর্গও নেই। হু’র গাইডলাইন মেনে কিছু দিন স্বেচ্ছা-কোয়ারেন্টাইনে থাকব আর বাড়িতে থেকে কাজ করব।’ বিশ্বময় ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির লড়াইয়ের উদ্যোগে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তেদরোস। গত বছর ডিসেম্বর নাগাদ চীনের উহান প্রদেশ থেকে ছড়ায় মারণ করোনাভাইরাস। চীনের পর ইতালি, স্পেন, ব্রিটেন, ভারত, আমেরিকা, ব্রাজিলসহ পৃথিবীর বিভিন্ন দেশে এ রোগ ছড়িয়ে পড়ে। চীন লড়াই করতে সক্ষম হলেও এখন পর্যন্ত বিশ্বের বাকি দেশগুলোয় সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৪৫ হাজার ২৩০ জন, মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। অন্যদিকে নতুন করে লকডাউনের পথে হাঁটছে ইউরোপের দেশগুলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর