মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

‘বন্দুকযুদ্ধে’ নিহত কাশ্মীরের হিজবুল মুজাহিদিন প্রধান

ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগরে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন হিজবুল মুজাহিদিন প্রধান। জম্মু-কাশ্মীর পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির প্রধান সাইফুল্লাহ। অভিযানের খবর জানিয়ে পুলিশ একে জঙ্গিবাদের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য বলে অভিহিত করেছে। খবর- দ্য হিন্দু।

এক কর্মকর্তা জানিয়েছেন, মে মাসে হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার রিয়াজ নাইকু নিহত হওয়ার পর সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেছিলেন সাইফুল্লাহ। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কাশ্মীরের একটি বাড়ি ঘেরাও করে পুলিশ অভিযান চালায়। দুইপক্ষের মধ্যে গুলিবিনিময়ে এক জঙ্গি নিহত হয়। পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, নিহত জঙ্গি সাইফুল্লাহ বলে তারা ৯৫ শতাংশ নিশ্চিত। নিহত জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। এরপর তা শনাক্ত করা হবে। এনডিটিভি জানায়, জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং এএনআই বার্তা সংস্থাকে বলেছেন, বন্দুকযুদ্ধে হিজবুল মুজাহিদিনের প্রধান কমান্ডার ড. সাইফুল্লাহ নিহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর