শিরোনাম
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নিউজিল্যান্ডে মাওরি সম্প্রদায় থেকে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী

নিউজিল্যান্ডে মাওরি সম্প্রদায় থেকে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী

নিউজিল্যান্ডের আদিবাসী গোষ্ঠী মাওরি সম্প্রদায় থেকে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছেন জেসিন্ডা আর্ডান। গতকাল মাওরি সম্প্রদায়ের নানাইয়া মাহুতাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগের পররাষ্ট্রমন্ত্রী উইন্সটন পিটার্সও মাওরি সম্প্রদায়ের ছিলেন। চার বছর আগে নানাইয়া মাহুতা দেশটির সংসদে প্রথম নারী নির্বাচিত হন, যিনি নিজের চিবুকে ঐতিহ্যবাহী মোকো কাউওয়ায়ি ট্যাটু পরেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা নেতৃত্বাধীন লেবার পার্টি গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ৪৯.১ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়।

সর্বশেষ খবর