মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৮৫

তুরস্কে তিন দিন পর শিশু উদ্ধার

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের প্রায় তিন দিন পর পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া তিন বছর বয়সের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম এলিফ। শুক্রবার ঘটে যাওয়া এজিয়ান সাগরের এ ভূমিকম্পে তুরস্কের ইজমিরে গতকাল মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩। আর গ্রিসের সামোস দ্বীপে মৃতের সংখ্যা দুজনেই রয়েছে। সব মিলিয়ে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮৫ জনে দাঁড়িয়েছে। শনিবার একটি ধ্বংসস্তূপ  থেকে শিশুটির মা এবং ভাইবোনদের উদ্ধার করা হয়।

তবে এদের মধ্যে এক শিশু পরে মারা যায়। অন্যদিকে, ইজমিরের বেরাকলিতে ভেঙে পড়া ২০টি ভবনের একটির ধ্বংসস্তূপের নিচ থেকে ভূমিকম্পের ৩৩ ঘণ্টা পর রোববার ভোরে আহমেদ সিতিম নামের ৭০ বছর বয়েসী এক বৃদ্ধকেও উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর