বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আরও নেপালি অঞ্চল দখল করেছে চীন

পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পাশে ভারতীয় ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষের কয়েক মাস পর এবার চীন নেপালের অতিরিক্ত ১৫০ হেক্টর এলাকা দখল করেছে। হিমালয়ের এই দেশটির রাজনীতিবিদদের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে ডেইলি টেলিগ্রাফ। এর আগে জানা গিয়েছিল, মে মাসে কমপক্ষে পাঁচটি নেপালি সীমান্তবর্তী জেলায় পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) পাঠিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সেনারা উত্তর-পশ্চিম জেলা হুমলার লিমি উপত্যকা এবং ইলিশ সীমান্ত পেরিয়ে ভিতরে ঢুকেছে। তারা দু’দেশের সীমানা নির্ধারণের স্তম্ভগুলো আগে সরিয়ে নিয়েছিল। এরপরে, পিএলএ অঞ্চলটিতে সামরিক কাঠামো তৈরি করেছে। -মানি কন্ট্রোল

সর্বশেষ খবর