বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ভিয়েনায় ৬টি জায়গায় একযোগে হামলা বন্দুকবাজসহ নিহত ৭

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ছয় জায়গায় সশস্ত্র হামলা হয়েছে। বন্দুকধারীদের গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আর পুলিশের গুলিতে এক বন্দুকধারীও নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। দেশটির চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, হামলাকারীদের একজন এ ঘটনায় নিহত হয়েছে। ঘটনার পর অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার দাবি করেন, মধ্য সিনাগগে ‘জঙ্গি’রাই হামলা চালিয়েছে। এখনো পর্যন্ত যা খবর, কোনো একজন নয়, একাধিক জন এই হামলার ঘটনায় জড়িত। ছয়টি ভিন্ন জায়গা থেকে একযোগে হামলার বিষয়ে নিশ্চিত অস্ট্রীয় পুলিশ। ঘটনার পর মধ্য ভিয়েনার একটা অংশ ঘিরে ফেলে, ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে সংখ্যা ও তাদের পরিচয় সম্পর্কে কিছু বলা হয়নি। ঘটনার রাত থেকেই অস্ট্রিয়ায় শুরু হয়েছে লকডাউন। ঠিক তার কিছুক্ষণ আগেই এই হামলা চালানো হয়। এই হামলা পূর্ব পরিকল্পিত বলেই মনে করা হচ্ছে।

সর্বশেষ খবর