বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আত্মহত্যার প্ররোচনায় আটক সাংবাদিক অর্ণব গোস্বামী

কলকাতা প্রতিনিধি

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারতের ‘রিপাবলিক টেলিভিশন’-এর এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের পুলিশ। ২০১৮ সালে ৫৩ বছর বয়সী ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নায়েক ও তার মা কুমুদ নায়েককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে অর্ণবের বিরুদ্ধে। অর্ণবের সঙ্গেই আটক করা হয় ফিরোজ শেখ ও নীতেশ সারদা নামে আরও দুই ব্যক্তিকে। গতকাল সকালে মুম্বাইয়ের ওরলির বাড়ি থেকে অর্ণবকে গ্রেফতার করে রায়গড় পুলিশ। জানা গেছে, চ্যানেলের স্টুডিও নির্মাণ করার জন্য ‘কনকর্ড ডিজাইন প্রাইভেট লিমিটেড’ নামে একটি আর্কিটেক্ট ফার্মের এমডি অন্বয় নায়েকের কাছ থেকে ৮৩ লাখ রুপি ধার নিয়েছিল অর্ণব গোস্বামী। এ ছাড়াও আরও দুটি সংস্থার কাছ থেকেও অর্ণব বেশ কয়েক লাখ রুপি ধার নিয়েছিলেন। যার মোট পরিমাণ ৫.৪০ কোটি রুপি। কিন্তু রিপাবলিক টিভির কাছ থেকে সেই রুপি না পাওয়ায় ২০১৮ সালে আত্মহত্যার পথ বেছে নেন ওই অন্বয়। আত্মহত্যা করতে বাধ্য হয় ওই ডিজাইনারের মা কুমুদ নায়েকও। নিজেদের সুইসাইড নোটে অন্বয় লিখে যান একটি নিউজ চ্যানেলের সম্পাদক ও অন্য আরও দুজনের থেকে তার ৫.৪০ কোটি রুপি পাওয়ার কথা ছিল। এরপরই ডিজাইনারের মেয়ে আদন্যা নায়েক মামলা করেন।

সর্বশেষ খবর