বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
জম্মু-কাশ্মীর ভারতের বাইরে

বিতর্কিত ম্যাপ দেখিয়ে বিপাকে জুনিয়র ট্রাম্প

বিশ্বের সবচেয়ে হাইভোল্টেজ নির্বাচন চলছে। তারই মাঝে ভারতের বিতর্কিত ম্যাপ প্রকাশ করে বেশ বিপাকে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। মঙ্গলবার এক টুইটে গোটা বিশ্বের যে ম্যাপ প্রকাশ করেছেন তিনি, সেখানে দেখা গেছে জম্মু কাশ্মীর ভারতের বাইরের অংশ। এরপরেই বিতর্ক ছড়িয়ে পড়েছে। এই টুইটে প্রকাশিত বিশ্ব মানচিত্রে দেখা গেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশই লাল রঙের অর্থাৎ তারা ট্রাম্পের দল রিপাবলিকানদের সমর্থন করছে। শুধু ভারত ও চীন নীল রঙের। অর্থাৎ এই দুটি দেশ সমর্থন করছে ডেমোক্র্যাটদের। সেই টুইটেই জম্মু-কাশ্মীর লাল রঙের। অর্থাৎ তা ভারতের বাইরের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে। এতে বেজায় চটেছেন ভারতীয়রা।

সর্বশেষ খবর