শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মমতা সরকারের শেষ ঘণ্টা বেজে গেছে : অমিত শাহ

কলকাতা প্রতিনিধি

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শেষ ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই দিনের রাজ্য সফরে এসে গতকাল বাঁকুড়ায় এ মন্তব্য করেন তিনি। সকালে কলকাতা থেকে হেলিকপ্টারে করে বাঁকুড়ার কারকডাঙা হেলিপ্যাডে নামেন অমিত শাহ। পরে সেখান থেকে সড়ক পথে বাঁকুড়া জেলার পুয়াবাগান মোড়ে বিপ্লবী বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে মমতা সরকারকে উৎখাতের ডাক দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, গরিব মানুষদের জন্য মোদি সরকার যাবতীয় প্রকল্পের সুযোগ-সুবিধা দিয়েছেন, বাংলার মানুষের জীবন পরিবর্তনের জন্য ভারত সরকার যে ধরনের আশ্বাস দিয়েছে তা তাদের কাছে পৌঁছচ্ছে না। আদিবাসী, তফসিলি পরিবারের জন্য যে রুপি পাঠানো হয়েছে তা তাদের কাছে পৌঁছায়নি, কৃষকদের বার্ষিক ৬ হাজার রুপি করে পাওয়ার কথা ছিল, সেটাও তারা পাচ্ছেন না।

সর্বশেষ খবর