শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নেপালের জমি দখল করে চীনের সৈন্যরা দালান তুলছে

প্রতিদিন ডেস্ক

চীনের সৈন্যরা সীমান্ত পেরিয়ে নেপালের লিমি উপত্যকায় ঢুকে পড়েছে। ‘মানিকন্ট্রোল নিউজ’ জানায়, ঢোকার পর তারা সীমান্ত পিলারগুলো সরিয়ে ফেলে। দুই দেশের সীমান্ত চিহ্নিত করার জন্য এসব পিলার বসানো হয়ছিল।

নেপালের রাজনীতিকদের উদ্ধৃত করে ‘ডেইলি টেলিগ্রাফ’ জানায়, ভারত-চীন সংঘর্ষের কয়েক মাস পরে লাদাখের পূর্বাঞ্চলে নিয়োজিত সৈন্যরা নেপালের আরও ১৫০ হেক্টর এলাকা দখল করে নেয়। নেপালের যেসব জমি জবরদখল করেছে সেগুলোয় চীনা সৈন্যরা দালানকোঠা নির্মাণ করছে। নেপালি ভূখন্ডে ঢুকে পড়া শুরু হয় মে মাসে। তখন চীনা সৈন্যরা নেপালের পাঁচটি সীমান্ত জেলায় অনুপ্রবেশ করে। ওসব এলাকায় নেপালের পাহারা না থাকার সুযোগ নেয় তারা। চীনের সৈন্যরা যাদের ওই দেশটি বলে থাকে গণমুক্তি ফৌজ, নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হুমলা জেলার হিলসা ও লিমি উপত্যকায় তারা ওই এলাকার সীমান্ত পিলার ওপড়াতে থাকে। জবরদখল প্রসারণ পর্যায়ে তারা গোর্খা জেলার সীমান্ত পিলারগুলোও সরিয়ে ফেলে। পিলারগুলো পাথরে তৈরি। খবরে আরও বলা হয়, জলমগ্ন নেপালি এলাকা নিজের বলে দাবি করার মতলবে কয়েকটি নদীর পানির প্রবাহপথ ভিন্নমুখী করে দিয়েছিল চীন। নদীগুলো দুই দেশের মধ্যে প্রাকৃতিক সীমানার কাজ করত। তিব্বতে অবস্থানকারী চীনারা নদীপথ ভিন্নমুখী করে দেওয়ার পর সৈন্যরা নেপালের বাসওয়া, সিন্ধু পালচক ও শংকুবাসভ জেলার কয়েকটি এলাকা জবরদখল করে নিয়েছে। তিব্বতের প্রশাসনব্যবস্থা মূল্যায়নের জন্য সম্প্রতি অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতাদের এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং সীমান্তে কর্তব্যরত কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করে বলেন, এলাকার ঐক্য জোরদার করার জন্য আরও প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন।

সর্বশেষ খবর