শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

উপসাগরীয় যুদ্ধের বিরোধী বাইডেনের কাছে হোয়াইট হাউস নতুন কিছু নয়

হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে তরতরিয়ে এগিয়ে যাওয়া শুরু। ইঙ্গিত পেয়েই মার্কিন সংবাদ মাধ্যমে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকেই আসন্ন প্রেসিডেন্ট হিসেবে ধরে নেওয়া হচ্ছে। ৭৭ বছর বয়সী পররাষ্ট্র নীতির দক্ষ জো বাইডেনের কাছে হোয়াইট হাউস নতুন কিছু না। এর আগে তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামার সময়। ওই সময় অর্থাৎ ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত মার্কিন পররাষ্ট্র নীতির স্তম্ভ হিসেবেই বাইডেন সরকারের অভিমুখ তৈরি করতেন। যুক্তরাষ্ট্রের ‘মসনদে’ যে সরকার বসে তাকে ঘরের থেকে বাইরে বেশি নজর রাখতে হয়, এটাই চালু প্রবাদ। ওবামা মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বাইডেনের আছে সরকারের অভ্যন্তরে আমলাতন্ত্রকে পরিচালনা করার অভিজ্ঞতা। জো বাইডেন আলোচিত হন ১৯৯০ সালে প্রথম পারস্য উপসাগরীয় যুদ্ধের সময়। ততকালীন মার্কিন প্রেসিডেন্ট রিপাবলিকান নেতা জর্জ এইচ ডব্লিউ বুশ সেনা পাঠান। প্রেসিডেন্ট বুশের নেতৃত্বে উপসাগরীয় যুদ্ধে মার্কিন সেনা পাঠানোর বিরোধিতা করেছিলেন ডেমোক্র্যাট সিনেটর জো বাইডেন। তার অবস্থান আন্তর্জাতিক মহলেও আলোড়ন তৈরি করে।

সর্বশেষ খবর