শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মার্কিন প্রেসিডেন্ট যেসব সুবিধা ভোগ করেন

মার্কিন প্রেসিডেন্ট যেসব সুবিধা ভোগ করেন

মার্কিন প্রেসিডেন্ট। বলা হয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। যিনি ইচ্ছে করলে পৃথিবীর মানচিত্রও বদলে দিতে পারেন। কিন্তু পদে গেলে কী কী বাড়তি সুবিধা পান তারা। সাধারণত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে তারা রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন। তার মধ্যে হোয়াইট হাউজে থাকা বা বিশেষ নিরাপত্তা বলয়ে ভ্রমণ করা আমাদের কাছে দৃশ্যমান। এগুলোর পাশাপাশি আরও অনেক সুবিধা পান যা হয়তো অনেকেরই অজানা। ছয় অঙ্কের বার্ষিক বেতন : অন্যান্য পেশার মতো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করাটাও একটা চাকরি। এর জন্যও রয়েছে বেতন ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা তাদের দায়িত্বের জন্য বছরে ৪ লাখ মার্কিন ডলার পেয়ে থাকেন। ২০০১ সালে বার্ষিক বেতন ২ লাখ ডলার থেকে দ্বিগুণ করে তা ৪ লাখে আনা হয়। এ ছাড়া প্রেসিডেন্টরা বছরে ৫০ হাজার ডলার আলাদা ব্যয় ভাতা পেয়ে থাকেন। হোয়াইট হাউস : মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন। ৫৫ হাজার বর্গফুটের ওপর নির্মিত ছয়তলা এ ভবনে ১৩২টি ঘর, ৩৫টি শৌচালয় এবং ২৮টি ফায়ারপ্লেস রয়েছে।

ব্লেয়ার হাউস : প্রেসিডেন্টের সরকারি গেস্ট হাউস হোয়াউট হাউসের চেয়েও বড়। এর আয়তন ৭০ হাজার বর্গফুট। অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা : প্রেসিডেন্টকে নিয়ে উড্ডয়নের জন্য রয়েছে বোয়িং ৭৪৭-২০০বি, যাকে বলা হয় এয়ার ফোর্স ওয়ান। এই বিমানে রয়েছে ৪ হাজার বর্গফুট জায়গা। এর ধারণক্ষমতা ১০০ জন মানুষের। এয়ার ফোর্স ওয়ান পরিচালনার জন্য প্রতি ঘণ্টায় খরচ হয় ২ লাখ ডলার। মেরিন ওয়ান : সরকারি চপার একই রকম চারটি হেলিকপ্টারের সঙ্গে ওড়ে। ইঞ্জিন বিকল হলেও ঘণ্টায় ১৫০ মাইল গতিতে ওড়ার ক্ষমতা রাখে এ হেলিকপ্টার। আক্রমণ প্রতিহত করার যাবতীয় ব্যবস্থা রয়েছে এতে। দ্য বিস্ট : যে লিমুজিনটিতে চড়ে প্রেসিডেন্ট ঘুরে বেড়ান, সেটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়ি হিসেবে বিবেচনা করা হয়। একঘেয়েমি দূর করার জন্য ‘ক্যাম্প ডেভিড’ : ওয়াশিংটন ডিসির কোলাহলে পরিপূর্ণ এলাকা ছেড়ে প্রেসিডেন্ট যদি কোথাও নির্জনে সময় কাটাতে চান, তাহলে তার জন্য রয়েছে ‘ক্যাম্প ডেভিড’। মেরিল্যান্ডের ফ্রেড্রিক কাউন্টিতে অবস্থিত এ বাড়িতে জিম, সুইমিং পুল, এয়ারক্রাফট হ্যাঙ্গারসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

 

সর্বশেষ খবর