শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

লাদাখ নিয়ে বড় সংঘাতের ইঙ্গিত

পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ভারতীয় এবং চীনা সেনার মধ্যে বৃহত্তম সংঘাতের সম্ভাবনার কথা জানালেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত। সেই সঙ্গে তার অভিযোগ, পাকিস্তানের সঙ্গে চীন হাত মেলানোর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবার গতকালই  লাদাখ পরিস্থিতি নিয়ে দুই ভারত ও চীনের লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের অষ্টম দফার বৈঠক শুরু হয়েছে। চুসুল লাগোয়া মলডোতে এই বৈঠকে প্রথমবার ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ১৪ নম্বর কোরের নয়া কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল পি জি কে মেনন। গতকালের বৈঠকে কেন্দ্রের এক অসামরিক কর্মকর্তারাও যোগ দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, প্যাংগং হ্রদের উত্তর তীরে ফিঙ্গার এরিয়া ৫ থেকে ৮ পর্যন্ত ভারতীয় সেনা যাতে আগের মতো টহল দিতে পারে, বৈঠকে সেই দাবি তোলা হবে। পাশাপাশি সংঘাতের নয়া ক্ষেত্র অর্থাৎ হ্রদের দক্ষিণ তীর থেকে লাল ফৌজ সরানোর দাবি জানানো হচ্ছে। জেনারেল রাওয়াত গতকাল অভিযোগ করেছেন, চীনা ফৌজের আগ্রাসী আচরণের কারণেই পূর্ব লাদাখে সমস্যা তৈরি হয়েছে। আগামী দিনে তা আরও তীব্র হতে পারে।

সর্বশেষ খবর