রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বিহারে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন তেজস্বী যাদব

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বিহার বিধানসভার ভোটের বুথফেরত জরিপে (একজিট পোল) বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে। পরিবর্তে বিরোধী লালুপ্রসাদ যাদবের ছেলে ৩১ বছর বয়সী তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হতে পারেন। ইন্ডিয়া টুডে-একজিট পোল অনুযায়ী বিহারের ৪৪ শতাংশ  ভোটার তেজস্বীকে মুখ্যমন্ত্রী চান। বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপি সমর্থিত নীতিশ কুমারকে চাইছে মাত্র ৩৫ শতাংশ। এবিপি নিউজ, টাইসম নাও এমনকি প্রবল মোদি সমর্থক রিপাবলিক টিভিও বিরোধী তেজস্বী-রাহুল গান্ধী-বাম জোটকে সরাসরি জয়ী জোট বলে ঘোষণা করেছে। ভোটের ফল ঘোষণা হবে ১০ নভেম্বর। গতকালই তৃতীয় ও শেষ পর্যায়ের ভোট শেষ হয়েছে। একজিট পোলের গড় থেকে দেখা যাচ্ছে, নীতিশ কুমারের জোট ২৪৩ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পাবে না। অন্যদিকে তেজস্বী নেতৃত্বের জোট ১১৮-১৩৮ আসন পাবে।

 এনডিএ পাবে ৯১-১১৭, চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি পাবে ৩-৬ আসন। দলগত হিসাবে তেজস্বীর রাষ্ট্রীয় জনতা দল পাবে ৭৯-৯১, কংগ্রেস ২৪-৩০, বামেরা ১৬-১৯। এনডিএ জোটের বিজেপি পেতে পারে ৬০-৭৫, জনতা দল ৩১-৪২, চিরাগের লোক জনশক্তি ৩-৬।

নীতিশ কুমার একটানা ১৫ বছর ক্ষমতায় রয়েছেন। নীতিশ কুমারের সংযুক্ত জনতা দলের সঙ্গে জোটে রয়েছে বিজেপি ও দুটি ছোটো আঞ্চলিক জাতভিত্তিক দল। এই  ভোটে শেষ পর্যন্ত বিশ্লেষকরা প্রতিদ্বন্দ্বিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বনাম তেজস্বী যাদবের মধ্যে তুলনা করে। এই ভোটে বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর অন্যতম শরিক প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। আরেক সাবেক কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা আরেকটি জোট গড়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

 

সর্বশেষ খবর